চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ১১

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইয়ান প্যালেস স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রাগ শহরের কেন্দ্রস্থল ইয়ান প্যালেস স্কয়ারে চার্লস ইউনিভার্সিটিতে এই হামলা হয়। হামলার পর ওই স্কয়ার ও বিশ্ববিদ্যালয়- সংলগ্ন বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কক্ষের লাইট বন্ধ করে দরজার সামনে আসবাব দিয়ে ব্যারিকেড তৈরি করতে বলেছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক টার্গ প্যাশেন্স ঘটনাস্থলের কাছের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তিনি ‘মুহুর্মুহু গোলাগুলির’ আওয়াজ পেয়েছেন বলে জানিয়েছেন।

টার্গ প্যাশেন্স বলেছেন, বারান্দা দিয়ে তাকিয়ে দেখি পুলিশ এসেছে। এরপর কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলের দিকে মানুষকে যেতে আটকে দিয়েছেন।

মর্মান্তিক এ ঘটনার কারণে একাধিক কর্মসূচি বাতিল করেছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালা।

চার্লস বিশ্ববিদ্যালয়টি প্রাগের ওল্ড টাউনে অবস্থিত। আকর্ষণীয় পর্যটনস্থল ঐতিহাসিক চার্লস ব্রিজ থেকে ৫০০ মিটারের মধ্যে এর অবস্থান।

সূত্র- রয়টার্স

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //